শাহিন সোহেল,চৌগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা দেশকে পিছিয়ে নিতে চাইনা।

প্রগতিশীল ভাবনার সাথে থাকতে হবে।

আজ ১১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় উপ জেলা মিলনায়তনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় জনপ্রতি নিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী ও সাং বাদিকেদর সাথে মতবিনিময় সভায় এসব কথা গুলো বলেন।

জেলা প্রশাসক আরো বলেনসরকারের দায়িত্ব নিয়ে আ মরা যখন এলাকায় আসি তখন আমাদের দা য়িত্ব হচ্ছে সরকারের সাথে জনগনের সংযোগ  স্থাপ ন করা।

সরকারি সেবার পাশাপাশি মৌলিক চাহিদা বাস্ত বায়ন করা। তিনি বলেন ৭১ পরবর্তী প্রজন্ম আম রা।

আমরা অনুধাবন করেছি, বঙ্গবন্ধু একটি স্বপ্ন লালন করে ধীরে ধীরে সেই স্বপ্ন পূরণে স্বাধীনতার পথে কীভাবে হেঁটে ছেন। কীভাবে স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়েছেন।

তিনি বলেন,বঙ্গবন্ধুর ডাকে শুধুমাত্র বুকভরা সাহস নিয়ে শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ গ্রহন করে ছেন, জীবন দান করেছেন।

তিনি বলেন একটি স্বাধীন দেশ লাভের পর বঙ্গবন্ধু স্বপ্নে র সোনার বাংলা পুরোপুরি গড়তে পারেন নি। তাকে গড় তে দেয়া হয়নি।

মহান নেতাকে স্বপরিবারে হত্যা করা হয়। তারপরও মাত্র তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু স্বাধীন দেশের জন্য ২৫৬ টি আইন প্রনয়ন করেছিলেন। সাড়ে তিন বছরে শিক্ষা, স্বাস্থ্য,কৃষি, ব্রীজ কালভার্ট নির্মানসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করেন।

তিনি আরো বলেন,জাতির পিতার পর দেশের হাল ধরে ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ট নেতৃত্বে টেশনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিশাল উন্নয়ন হয়েছে।

তিনি প্রশ্ন করে বলেন,কোন জায়গায় উন্নয়ন হয়নি তার একটি প্রমান আপনারা কি দিতে পারবেন?

প্রগতিশীল, উন্নত, সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সাহসী নেতৃত্বের খুব দরকার। আমরা আর পিছনে ফিরতে চাইনা।

তাই যারা দেশকে পিছনে নিতে চাই, দেশের বিরুদ্ধে ষড় যন্ত্র করতে চাই তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আমরা হয়তো থাকব না। কিন্তু ভবি ষ্যত প্রজন্মের জন্য একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ রেখে যেতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ার ম্যান ড. এম মোস্তানিছুর রহ মান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান,সাধা রণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী,থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল,উপজেলা ভাইস চেয়া রম্যান দেবা শিষ মিশ্র জয়,বাজার ব্যবসায়ী সমি তির সভাপতিএস এম শফিকুর রহমান,বীর মুক্তি যোদ্ধা আব্দুস সালাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম,প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়া কুব আলী উপজেলা দুর্নীতি প্রতি রোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কামরু জ্জামান,প্রধান শিক্ষক কামাল আহমেদ, অধ্যক্ষ আবু জাফর প্রমূখ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মা ধ্য মিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফি কুজ্জা মান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতি য়াক আহ মেদ,প্রকৌশলী রিসায়াত ইমতি য়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুসাব্বির হুসাইন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ফারুক হোসেন ইউপি চেয়ার ম্যান নূরুল কদর,বীর মুক্তি যোদ্ধা হবিবর রহমান হবি, অবাইদুল ইসলাম সবুজ ,এস এম মমিনুর রহমান মমিন,আবুল কাশেম,শাহী নুর রহ মান শামীন,প্রেসক্লাব চৌগা ছার সাধা রণ সম্পা দক শাহানুর আলম উজ্জ্বল,ক্লাবের নি র্বাহী কমিটি সদস্য খাজা ফজিল আইজ উজ্জ ল,এ বি সিদ্দিক মন্টু,ইমাম হোসেন সাগর,সুজন দেও য়ান ,শাহিন সোহেলসহ বীর মুক্তি যোদ্ধা, সর কারি কর্ম কর্তা জন প্রতি নিধি,রাজ নৈতিক ব্যক্তি, ব্যব সায়ী,শিক্ষ কমন্ডলী ও সাংবাদি কবৃন্দ উপস্থিত ছিলেন।

One thought on “উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সবাইকে কাজ করতে হবে: যশোর জেলা প্রশাসক”
  1. উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে: যশোর জেলা প্রশাসক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *