যশোর প্রতিনিধি ॥ যশোরের চৌগা ছায় সন্ত্রাসী হামলায় মাছচাষী হেলালউদ্দীন (৪৮) মারাত্মক আহত হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপ জেলার বাটিকামারি গ্রামে।
এ হামলায় তার দু’টি পা পেঙ্গে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আশংকাজনক হওয়ায় কর্তব্য রত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার হেলালউদ্দীন বাটিকামারি গ্রামের বাড়ী থেকে মটরসাইকেল যোগে কাজের উদ্দেশ্যে চৌগাছা বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে সন্ত্রাসীরা ওঁৎপেতে বসে ছিল।
এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দা, কুড়াল ও লাঠি নিয়ে আক স্মিক হেলাল উদ্দীনের উপর হামলা করে। তাকে এলোপা তাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে।
তার ব্যবহৃত মটরসাইকেলটি ভাংচুর করে। হামলায় হেলাল উদ্দীন সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকে। সন্ত্রাসীরা চলে যাবার পর এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলা সংঘঠিত হয়েছে। এ ঘটনার পরপরই থানা পুলিশ হাস পাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সাথে ভাংচু র মটরসাইকেলটি জব্দ করেছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধু রীর বলেন ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। এ ব্যা পারে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।