নিজস্ব প্রতিবেদক, (যশোর) ॥ যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদের সহধর্মিনী ও আহম্মদ আলী সাহিত্য-সংস্কৃতি পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক সালেহা খাতুনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আহম্মদনগর সাহিত্য-সংস্কৃতি পরিষদের কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এম আহম্মদ আলী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি সরকারি কলেজের (সাবেক) অধ্যক্ষ জাহিদুর রহমান বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী।
বিশেষ অতিথি বক্তব্য দেন প্রেস ক্লাব চৌগাছার সাধারন সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, সরকারি ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আনন্দ মহন বিশ্বাস, কবি শাহীন মাহবুব,খলিলুর রহমান জুয়েল, আবু জাফর, ফারুক আহম্মদ, আমিনুর রহমান,আবু রাসেল, আসাদু জ্জামান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, আবুজার হুসাইন, ইমাম হোসেন সাগর, এ বি সিদ্দিক মন্টু প্রমূখ।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিল পরিচালনা করেন মরহুমার স্বামী সাংবা দিক এম হাসান মাহমুদ।