শাহীন সোহেল চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় পারিবারিক ঝামেলা চলাকালে দাঁত দিয়ে কামড়ে স্বামী সোহাগ হোসেন (২৪) এর জিহ্বা কেটে আলাদা করে ফেলেছে স্ত্রী সীমা খাতুন (২৩)।
এঘটনায় তৎক্ষণাৎন চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর প্রেরণকরেন।
সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সোহাগের পিতা মোজাম্মেল হক ও নানা সিদ্দিকু র রহমান জানান, আনুমানিক বেলা ১২টার দিকে নিজ বাড়ি তে সোহাগ ও সীমার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল।
একপর্যায়ে স্ত্রী সিমা খাতুন দাঁত দিয়ে কামড় দিয়ে স্বামী সোহাগের জিহ্বা কেটে আলাদা করে ফেলে।
এসময় বাড়ির লোকজন সোহাগকে উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
সোহাগের পিতা আরও বলেন, ঘটনার পর পরিবারকে ডেকে পুত্রবধু সীমাকে তার বাবার বাড়িতে পাঠানো হয়েছে।
সুষ্ঠু সমাধানের পর পুনরায় তারা সংসার করবে। বর্তমানে সোহাগ যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় ইউপি সদস্য শাহিদা বেগমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করে ননি।
চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই জারফিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযো গ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *