নিজস্ব প্রতিবেদক,যশোর: যশোরের চৌগাছায় পরিবাব পরি কল্পনা অধিদপ্তরের আয়োজনে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরি বার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালা’ অনু ষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে কর্মশালায় যশোর পরিবার পরিকল্পনা উপ পরিচালক কাজী ফারুখ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান।

পরিবার পরিকল্পনার স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, প্রসূতি মায়ের স্বাস্থ্য সেবার গুরুত্ব তুলে ধরেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ চন্দ্র শেখর কুন্ডু সহকারী পরিচা লক এস সি এইচ ও ডেপুটি প্রোগ্রাম ম্যানে জার (মাতৃ স্বা স্থ্য),ডাঃ জিনাত সুলতানা,যশোর জেলা সিভিল সার্জন নাজমুছ ছাদিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ডঃ মোস্তানি ছুর রহমান পরিবার পরিক ল্পনা কর্ম কর্তা সাবিনা কবীর, সহকা রী পরিচালক এস সি এইচ, ডেপু টি প্রোগ্রাম ম্যানে জার (মাতৃস্বাস্থ্য) ডাঃ জিনাত সুলতানা প্রমূখ।

তারা বলেন আমাদেরকে ‘ইউনি য়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে দরিদ্র ও অস হায় প্রসূতি মায়েদে রকে বিনা পয়সায় সেবা প্রদান, সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা, নবজা তকের মৃত্যু হ্রাস করা, ২০৩০ সাল নাগাদ প্রসূতি মায়ের মৃত্যু হার ৭০ এর নীচে নামি য়ে আনা, সেবাদান কেন্দ্রে ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করা,স্বাভাবিক প্রসব সেবা গ্রহণের জন্য প্রসূ তি মায়েদের উৎসহ প্রদান করা, মাতৃ মৃত্যুর কারণ  মা ও শিশু স্বাস্থ্য পরিস্থিতি এবং শিশূমৃত্যুর হারের উপর ব্যাপক আলোচনা করেন।

এ কর্মশালায় অংশ নেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইস লাম, ইউ পি চেয়ারম্যান আতাউর রহমান লাল, ইউপি চেয়া রম্যান মোঃ আবুল কাশেমসহ ১১ইউপি চেয়ারম্যান পরিবার পরি কল্পনা অধিদপ্তরের ডাক্তার, কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মী, সিনিয়র সাংবাদিক খালেদুর রহমান, সাংবাদিক আলম গীর কামাল প্রমুখ।

এ কর্মশালার শুরুতে পবিত্র কোরাণ তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *