নিজস্ব প্রতিবেদক,,যশোর: যশোরের চৌগাছার নারায়নপুর ইউনিয়নিয়নের হাজরাখানা গ্রামের আবুল হোসেনের পরি বারকে উচ্ছেদ করতে একটি চক্র পায়তারা শুরু করছেন। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী ও ভূক্তভোগী হাজরাখানা গ্রামের মৃত তারাচা দের ছেলে আবুল হোসেন ও তার ছেলে টিপু সুলতান অভি যোগ করেছেন আমরা এখম জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছি।
তারা আরও অভিযোগ করেন ২০০৪ সালে হাজরাখানা গ্রা মের মৃত লক্ষিকান্ত রায়ের ছেলে কার্তিক চন্দ্র রায়ের কাছ থেকে আর এস খতিয়ান ১৬২,দাগ নং ২৩০ ও ২৩১ থেকে ৮শ তক জমি ক্রয় করে বাড়ি ঘর নির্মান করে বস বাস করে আসছি। আমাদের বৈধ কাগজ পত্র আছে।
অথচ একটি মহল মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেক করে আবুল হোসেনের পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে
ভীটাবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছেন।
এমনকি গত ৫ আগষ্ট পর একই গ্রামের কার্তিক রায়ের ছে লে প্রসান্ত কুমার রায় ওই জমির দাবী করে যশোরের মহামা ন্য আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১৪০/২৪/।
এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান শাহিনুরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। তবুও কোন ফল পাচ্ছি না। আমরা নিরুপায় হয়ে পড়েছি।
এ বিষয়ে নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমা নের সাথে। আমি দেখেছি ওই জমিতে আবুল হোসেনের পরিবার দীর্ঘ ২০ বছর ধরে বাড়ি ঘর নির্মান করে বসবাস করে আস ছে। তাদের ওই জমির বৈধ কাগজপত্র আছে।
উপজেলা ভূমি কমিশনা গুজ্ঞন বিশ্বাস ২০২৪ সালের ৫ এপ্রি ল ও নারায়নপুর ভূমি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ২০২৪ ১লা এপ্রিল এই জমির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন আবুল হোসেন গং ওই জমিতে দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মান বস বাস করছেন। ক্রয় সূত্রে তারা ওই জমির মালিক বলে বলে তথ্য মিলেছে।
এ বিষয়ে কথা হয় ওই মামলা তদন্ত কর্মকর্তা এ এস আই মোঃ সুমন শেখের সাথে। তিনি বলেন গত ২৪ শে সেপ্টেম্বর আবুল হোসেন ও তার ছেলে টিপুর নামে আদালতে মামলা করেছে একই গ্রামের প্রশান্ত রায় । তবে সেখানে যাতে আইন শৃংঙ্খলার কোন অবনতি না হয় সেটা নজরে রাখছি।