শাহীন সোহেল (যশোর) চৌগাছা প্রতিনিধি!! যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড় রোডের ৫৫১মিটার প্যালাসাইডিংয়ের ইটের প্রাচীরে কাজ শেষ হবার আগেই ফাটল, কোথাও কোথাও গিয়েছে ধসে।
জানা গেছে, তাৎক্ষণিক ভাবে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।
এলাকাবাসী বলেন, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার সিমেন্ট কম দেয়া, বাওড়ের পচাকাঁদা যুক্ত (বোদ/গাদ) নরম মাটি দিয়ে ভরাট করায় এই অবস্থা হয়েছ বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ বন্ধ করে নতুন করে নির্মাণ করে দেয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
ঠিকাদার জানান, কাজে স্থানীয় মাটি ধরা হয়েছে। বাওড়ের মাটি ব্যবহার করায় মাটির চাপে ফাটল দেখা দিয়েছে। যা মেরামত করে দেয়া হবে।