যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর গ্রামে আইয়ুব খান ও ইউনুস খান হত্যা মামলায় ২ জনের ফাঁসি রায় দেয়া হয়েছে। এ মামলায় অপর দুইজনকে যাব জ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত  (৮ নভেম্বর) বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। বাদীপক্ষ এ রায়ে সন্তুষ্ট হলেও আসামিপক্ষ আপি ল করবেন বলে জানিয়েছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলো, টেঙ্গুরপুর গ্রামের আব জেল খানের ছেলে বিপ্লব ওরফে বিপুল ও মুকুল খান এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো তাদের অপর ভাই বিল্লাল খান ও তার স্ত্রী রূপালী বেগম।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ এপ্রিল রাত ১০টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ইউনুস খান।

কাজের লোক (কামলা) ঠিক করা নিয়ে প্রথমে ইউনুস খানে র সঙ্গে দোকানি মুকুলের কথা কাটা কাটি হয়। এসময় ইউনু সকে মুকুল, বিল্লাল, বিপুল ও রুপালি বেগম মারপিট করে।

পরবর্তীতে ইউনুস খান বাড়িতে গিয়ে তার ভাই আইয়ুব খাঁ ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তার প্রতিবাদ করতে গেলে মুকুল তার ভাই বিপুল, বিল্লাল ও রুপা লি বেগম মিলে ইউনুস খান ও তার ভাই আইয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

এতে ইউনুস খান, আইয়ুব খান ও আসাদুজ্জামান খান গুরু তর জখম হন। এ সময় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইউনুছ আলী খান এবং আইয়ুব আলী খানকে মৃত ঘোষণা করেন।

আসাদুজ্জামান খানের মাথায় ও হাতে গুরুতর জখম হয়। এ ঘটনায় আইয়ুব খানের মেয়ে সোনিয়া খান বাদী হয়ে চারজ নের নামে মামলা করেন। পরবর্তীতে এ মামলায় এজহার নামীয় চার আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দী  ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক চার আসা মির মধ্যে মুকুল খান ও বিপ্লব ওরফে বিপুলকে ফাঁসির দণ্ডা দেশ দিয়েছেন।

একইসাথে অপর দুই আসামি বিল্লাল খান ও তার স্ত্রী রূপালী বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই  রায়ের ফলে বাদী পক্ষ সন্তুষ্টি হয়েছেন।

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *