চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছা উপ জেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ইরুফা সুলতানার ঐকান্তিক প্রচেষ্টায় সাধারণ মানুষের দেয়া টাকায় গঠিত উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে উপজেলার দুই ক্ষুদে আবিষ্কারক ও এক অসুস্থ সাংবাদিক পুত্রকে নগদ অর্থ-সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা।
৷গত সোমবার( ২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই নগদ অর্থ দেয়া হয়।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেহেদী হাসান, ও প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী উপস্থি ত ছিলেন।
শারিরিক প্রতিবন্ধী এ.আই.কার উদ্ভাবনকারী চৌগাছা মডে ল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অকিমুল ইসলা ম রিফাতকে উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে ৫ হাজার টাকা সহসয়তা দেয়া হয়।
এছাড়া এবিসিডি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেনকে ৫ হাজার টাকা,প্রেসক্লাব চৌগাছার দপ্তর সম্পাদ ক কবিরুল ইসলামের ছেলে সাদিন অসুস্থজনিত চিকিৎসায় সহায়তার জন্য ৫ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেয়া হয়।
উল্লেখ্য যে,উপজেলার বিভিন্ন অসহায় অসুস্থ মানুষের চিকিৎসা, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার উদ্যোগে উপজেলা পরিষদ কল্যাণ তহবিল নামে একটি কল্যান তহবিল গঠন করেন। একই সাথে সোনালী ব্যাংকের চৌগাছা শাখায় একটি ইন্টারন্যাশনাল ব্যাংকিং হিসাব খোলা হয়।
প্রথম দিকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে দুই থেকে দশ টাকা করে তুলে সেই হিসাবটি চালু করা হয়।
এছাড়া দেশে-বিদেশে অবস্থানকারী যে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা এই একাউন্টে টাকা জমা দিতে পারবেম।
এই তহবিলের যে টাকা জমা হচ্ছে সেই অর্থ দিয়ে অসুস্থ ব্যক্তিরা, দুর্ঘটনা কবলিত অসহায় ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা, দুঃস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন শিক্ষার্থীদের উদ্ভাবনে উৎসাহ প্রদানের জন্য সহযোগিতা করা হচ্ছে।
এরআগে মোট ১২ ব্যক্তি ও শিক্ষার্থীকে এই উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে মোট ৮৪ হাজার ৫০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
তারা হলেন,উপজেলার হোগলডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম কে ৫০ হাজার, মাঠচাকলা গ্রামের রাশেদ হাসানকে ৫ হাজা র, নিয়ামতপুর গ্রামের শিশু শিক্ষার্থী সাইমা খাতুনকে ২ হাজার, ভবানীপুর গ্রামের আব্দুর রবকে ৫০০, পাঁচনমনা গ্রামের তফাজ্জেল হোসেনকে ৫ হাজার এবং জামালতা গ্রামের মাধ্যমিক শিক্ষার্থী সুফিয়া খাতুনকে ২ হাজার টাকা সহায়তা দেয়া হয়।
চৌগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ইউএনও স্যারের পরামর্শে উপজেলার বিভিন্ন বিদ্যাল য়ের শিক্ষার্থীদের কাছ থেকে ২ টাকা করে তহবিল সংগ্রহ করা হয়। এ টাকা উপজেলা পরিষদ কল্যাণ তহবিলের চৌগাছা সোনালী ব্যাংকের ২৩১১৯০১০৪৪০৭০ হিসাব নম্বরে জমা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, বিভিন্ন গ্রামের অসুস্থ, বয়োবৃদ্ধ ব্যক্তিরা সহায়তার জন্য আবেদন করেন। তাদের চিকিৎসা বা ঔষধ কেনার জন্য তাৎক্ষণি কভাবে দেয়ার জন্য কোনো তহবিল উপজেলা পরিষদের নেই।
এসব দিক ভেবে উপজেলা পরিষদ কল্যাণ তহবিল নামে চৌগাছা সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হয়।
আবেদনকারীদের মধ্যে সেই ব্যাংক একাউন্ট থেকে এই সহায়তার অর্থ প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সকল শ্রেনী পেশার মানুষসহ দেশ বিদেশের বৃত্তবানদের সহোযোগীতা চেয়েছেন তিনি। একই সাথে সামর্থ অনুযায়ী সোনালী ব্যাংকের এ হিসাব টিতে টাকা প্রদানের জন্য অনুরোধ করেন তিনি।