স্টাফ রিপোর্টার, (যশোর) ॥ যশোরের চৌগাছার এবিসিডি কলেজ এইসএসসি পরীক্ষায় জিপিএ ৫ উপজেলা সেরা হবার গৌরব অর্জণ করেছে। এ কলেজটিতে এবার পাশের হার ৯৯.১৭ শতাংশ।

এবিসিডি কলেজ থেকে এবার এইসএসসি পরীক্ষায় মোট ৩’শ ৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে ৩জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।

কলেজে মোট পাশ করেছে ৩’শ ৩৪ জন। এর মধ্যে জিপি এ-৫ ২৭ জন।বিজ্ঞান শাখা থেকে ১০, বানিজ্য শাখা থেকে ৬ ও মানবিক শাখা থেকে ১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ছে।

কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম বলেন তার কলে জের পরীক্ষার ভাল ফলাফলে জনঢ় কলেজ পরিচালন পরি ষদ, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতার কারনে সম্ভাব হয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।