যশোরের চৌগাছা পৌরসভা কংশারীপুর বিশ্বাস বাড়ীর দুর্গাপুজো মন্ডপটি উপজেলা র শ্রেষ্ঠ হয়েছে।
আজ (সোমবার)যশোর জেলা প্রশাসক মোঃ আযাহা রুল ইসলাম কংশারীপুর বিশ্বাস বাড়ীর দুর্গাপুজো মন্ড প ্টির প্রধান তত্বাবধায়ক শ্যামল বিশ্বাসের হাতে এই পুর স্কার তুলে দিয়েছেন।
আজ সোমবার) যশোর জেলা প্রশসকের কার্যালয়ে এই পুরস্কার দেয়ার সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পূজা উদযাপন কমি টির সভাপতি দীপঙ্কর দাস রতন সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস সহ পূজা উদযা পন কমিটির নের্তৃবৃন্দ।