স্টাফ রির্পোটার,যশোর:যশোরের চৌগাছা উপজেলার পাতি বিলা ইউনিয়নের ছোট নিয়ামতপুর শাখা জামায়াতের উদ্যো গে সীরাতুন নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা জামায়া তের আমীর,মাও গোলাম মোরশেদ।

এছাড়া আরও আলোচনা করেন, উপজেলা জামায়াতের না য়েবে আমির মাও মো: নূরুল ইসলাম,,উপজেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক মাও নুরুজ্জামান,সিনিয়র সাংবাদিক মো: রহিদুল ইসলাম খান ,উপজেলা সহকারী সেক্রেটারি, কামাল আহমেদ ও মাও গিয়াস উদ্দিন প্রমূখ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো: ইমদাদুল হক, মাও আব্দুল খালেক, মো:আব্দুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ

এ অনুষ্ঠানটি পরিচালনা করেন পাতিবিলা ইউনিয়ন জামায়া তের সভাপতি মাও: মো: মিজানুর রহমান।

One thought on “চৌগাছার ছোট নিয়ামতপুরে জামায়াতের সীরাতুন নবী (স:) মাহফিল অনুষ্ঠিত”
  1. চৌগাছার ছোট নিয়ামতপুরে জামায়াতের সীরাতুন নবী (স:) মাহফিল অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *