Skip to content

নিজস্ব প্রতিবেদক, (যশোর) ॥ যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃ ন্দ।
গত শুক্রবার বিকেলে থানায় অফিসার ইনচার্জের কক্ষে মতবি নিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে নবাগত ওসি আনোয়ার হোসেন বলেন, চৌগাছায় তার এই প্রথম আসা। বলাচলে এই থানায় সকল কিছুই অচেনা।
তবে জেনেছি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদকের অবাধ বিচারন রয়েছে। আমি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি।
এ জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগীতা প্রয়োজন বলে জানান।
এ সময় প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, রি পোর্টার্স ক্লাবের সহ সভাপতি শওক ত আলী, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগর, সুজন দেওয়ান, মেহেদী হাসা ন শিপ লু, রাজু আহমেদ, আসিফ ইকবাল রকিসহ সাংবা দিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।