নিজস্ব প্রতিবেদক,চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার প্রথম পত্রিকা পরিবেশ মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমে পরিবারের পক্ষ হতে রবিবার (৯ এপ্রিল) পৌরসভার ৪ নং ওয়ার্ডে ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদে ইফতার ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মাওঃ আব্দুল গফুর, কায়েমকোলা দাখিল মাদ্রাসার সুপার মিজানুর রহমান, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, মুক্তি আলাউদ্দিন, চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, কোষাধক্ষ ইমাম হোসেন সাগরসহ সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন সরকারী হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল গফুর।