,যশোর প্রতিনিধি:।যশোরের চৌগা ছা উপজেলার পা তিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের নির্মি ত দোকান ঘরের বকেয়া ভাড়া ও চুক্তি পত্র নবায় নের  নোটিশ দেয়াকে কেন্দ্র করে একটি কুচক্রী মহলে চলছে নানা ষড়যন্ত্র।
ফলে শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এ ঘট নায় স্কুল কর্তৃপক্ষ এলাকাবাসীর সহোযোগীতা কামনা করেছেন।
জানাযায়,ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠা নটি ১৯৮৫ সা লে এক একর ৭৯ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ২৬জন শিক্ষক ও কর্মচারী রয়েছে।শিক্ষার্থী আছে ৪৫০জন।
এ স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে এস এস সি পরীক্ষার ফলাফলে দৃষ্ঠান্ত দেখিয়ে আসছে।
২০২৩ সালে ০৪ জন শিক্ষার্থী জিপিএ ৫,পাশের হার ছিল ৮২.২৮ এবং ২০২৪ সালে ০৭ জন শিক্ষার্থী জিপি এ ৫ পেয়েছে। পাশের হার ৮৯. ৮৬। 
প্রধান শিক্ষক শেখ ওলিউর রহমান ২০২৩ সালের জানু য়ারী মাসে যোগদান করেন।
তিনি দায়িত্ব নেয়ার পর শিক্ষার পরিবেশ ও অর্থনৈতিক স্বচ্ছতা ফিরে এসেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করে ছে।
ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাসসহ সাপ্তা হিক,পাক্ষিক ও মাসিক মডেল পরীক্ষা নেয়া হয়।
এই স্কুলের উন্নয়নে ২০১২ সালে স্কুল মাঠ সংলগ্ন ৮টি দোকান ঘর নির্মান করে স্কুল কর্তৃপক্ষ।
এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সাথে ৪শ টাকা মাসিক ভা ড়া বাবদ চুক্ষি করা হয়।
ওই দোকানের ভাড়া স্কুলের পরিচালনা কমিটি অর্থ কমিটির মাধ্যমে ভাড়া আদায় করে স্কুলের উন্নয়ন কা জে ব্যয় করা হয়ে থাকে ।
বকেয়া টাকা আদায় ও চুক্তির মেয়াদ নবায়ন এবং স ম্প্রতিকালে বাজারে সব দ্রব্যের দাম বাড়ায় স্কুল কর্তৃপ ক্ষের সিদ্ধান্ত মোতাবেক ফের দোকান ভাড়া ৪শ টাকা থেকে বাড়িয়ে ৮শ টাকা করা হবে বলে প্রাথমিক ভাবে কমি টিতে আলোচনা হয়।
একই সাথে দোকান দার দের কাছ থেকে ভাড়া বাড়া নো হবে এই মর্মে নোটিশ প্রদান করা হবে।
সেই সাথে দোকান ঘরের চুক্তি ফের নবায়ন করা হবে। আর নবায়নে আদায় কৃত টাকা দিয়ে বিদ্যাল য়ের গেই ট ও প্রাচীর নির্মাণ, ঘর ভাড়ার টাকা দিয়ে শাহজাহান আলী স্মৃতি ছাত্র এবং শিক্ষক কল্যাণ ট্রাষ্ট গঠন করা হবে।
এ ঘটনাটি প্রকাশ হবার পর থেকে ওই মহল টি তেলে বেগুনে জ্বলে উঠে।
তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওলিউর রহমানে র উপর নানাভাবে চাপ প্রয়োগ করার পাশাপাশি হয়রা নি করা হচ্ছে।
একই সাথে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করে ওই মহলটি।
যার প্রভাব পড়েছে গোটা স্কুলের শিক্ষা ব্যবস্থার উপ রে। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে স্কুলের অভিভাবক মাঠচাকলা গ্রা মের ৮ম শ্রে নীতে পড়ুয়া ছাত্রী তুবার পিতা জাহিদুল ইসলাম, ছোট নিয়ামতপুর গ্রামের ৭ম শ্রেনীতে পড়ুয়া ছাত্র মাহিনের পিতা বকুল হোসেনের সাথে কথা হয় তারা বলেন স্কু ্লে প্রধান শিক্ষক শেখ ওলিয়ার রহমান যোগ দানের পর স্কুলের উন্নয়নের চিত্রই বদলে গেছে।
শিক্ষার মান আগের থেকে উন্নত হয়েছে। যা এর আগে এমনটা দেখা যায়নি। আমরা তার ভূমিকায় ভীষনখুশী।
এ স্কুলের দোকানের ভাড়াটিয়া ডাঃ সোানা,কওসার হা নেফ,বিসারত,ওলিয়ার বলেন বর্তমান প্রধান শিক্ষকে আমলে ভাড়া চুক্তি হয়নি। তবে আমরা পূূর্বের নিয়মে আমরা ভাড়া দিয়ে আসছি।
তবে স্কুল কমিটির এখন যে কোন সিদ্ধান্ত আমরা মানি য়া চলিব। এ বিষয়ে স্কুল কমিটি বরাবর একটি অঙ্গীকা র নামা দিয়েছি।
এ স্কুলের সহকারী শিক্ষক আল মামুন, তানজিলা আ ফরোজ,সাইফুন্নহার বলেন বর্তমান প্রধান শিক্ষক আসা র পর স্কুল কমি টির মাধ্যমে আমাদের ৩জনের সমন্বয়ে একটি অর্থকমিটি গঠন করা হয়।
আমাদের স্কুলের আ য়-ব্যয়ে যথেষ্ট স্বচ্ছতা আছে। এই অর্থ কমিটির মাধ্যমে সব লেনদেন করা হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক শেখ ওলিউর রহমান বলেন আমার স্কুলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আমি স্কুল কমিটি, অভি ভাবক, শিক্ষক-কর্ম চারী ও এলাকাবাসীর সবার সহোযোগীতা কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন আমি পাতিবিলা মাধ্যমিক স্কুলের সভাপতি হিসাবে আছি।
স্কুলের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনার জোর চেষ্টা করে যাচ্ছি। তবে সবার সহোযোগীতা প্রয়োজন।