মোঃ ফখরুল ইসলাম, (যশোর)
চৌগাছার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেন (৫৩) ১৪/১০/২৪ সোমবার রাত ১.৩০ মিঃ স্ট্রোক জনিত কারণে মারা গেছেন। সে চৌগাছা বাজারে কাপুড়িয়া পটিতে আলম বস্ত্রালয়ের কাপড় ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে সততার সাথে ব্যাবসা করে আসছেন।
আলমগীর হোসেন চৌগাছা নিরিবিলি পাড়ায় বাস করতেন। তার গ্রামের বাড়ি চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নের গদাধর পুর গ্রামে। তার পিতার নাম ছিল মরহুম এরশাদ আলী।
তার জানাজার নামাজ সকাল ১০.৩০ মিঃ চৌগাছা কামিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চৌ গাছা শাখার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গো লাম মোরশেদ, ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব সেলিম রেজা আওলিয়ার, সেক্রেটারি হাসিবুর রহমান হাসিব, মাষ্টার কামা ল আহমেদ, প্রধান শিক্ষক, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যা লয়, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, সহকারী অধ্যা পক মাওঃ রেজাউল ইসলাম, চৌগাছা কামিল মাদ্রাসা, ডাঃ জিল্লু র রহমান, অধ্যাপক কাসেদ আলী, চৌগাছা কামিল মাদ্রাসা ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা আলা উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চৌগাছা কামিল মাদ্রাসা। তিনি ২ ছেলে ও ১ মেয়ে এবং স্ত্রী সহ অনেক আপনজন রেখে গেছেন। জানা জার শেষে গ্রামের বাড়িতে তার দাফন করেন।