চৌগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের চৌগাছার সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ফুলসারা গ্রামের বাসিন্দা সামসুজ্জামান (৭৮) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ ২৯ মে সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, যশোর-২ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
মরহুমের চাচাত ভাই মুন্সি সাগর জানান, সামসুজ্জামান ভাই অত্র এলাকার গুণী শিক্ষক ছিলেন। শিক্ষকতা থেকে অবসর নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু বয়সের ভারে তিনি বিভিন্ন রোগে ভূগছিলেন। সোমবার ভোরে আকস্মিক তিনি মৃত্যুবরণ করেন।
আজ আসরবাদ ফুলসারা মল্লেপাড়া কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজায় এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলী গের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী,উপজেলা চেয়ারম্যান ড.এম মোস্তানিছুর রহমান, প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা ও মরহুমের নিকট আত্মীয় বেনজীন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সাবেক প্রধান শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন, যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড,আহসানুল হক আহসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল।