চৌগাছা প্রতিনিধি:যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রি কার নিজস্ব প্রতিবেদক, চৌগাছার এ.বি.সিদ্দিক মন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যূবরন করেছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )।
মন্টু মৃত্যুকালে ২ ছেলে ও ১জন কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম এবি সিদ্দীক মন্টুর চাচা মোঃ মফিজুর রহমান জানায়,মন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুর ২ টায় মন্টু মৃত্যুবরণ করে।
সকাল সাড়ে ১০টায়  চৌগাছার বাসায় গ্যাস ফর্ম করে।
এরপর তাকে চৌগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় ঢাকায় নেয়ার উদ্দেশে প্রস্তুত কালে মন্টু মারা যান।
বাদ এশা এ বি সিদ্দীক মন্টুর উপজেলার জগনাথপুর গ্রামের বাড়ি জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
সাংবাদিক মন্টু প্রেসক্লাব চৌগাছার সদস্য ও জগনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।
One thought on “চৌগাছার সাংবাদিক এ বি সিদ্দীক মন্টুর হৃদরোগে মৃত্যূ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *