চৌগাছা (যশোর)প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা থানা পুলিশ অভি যান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়ে ছে।
শনিবার রাতে উপজেলার কমলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ জানতে পারে একজন মাদক ব্যবসায়ী গাঁজার একটি চালান বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল।
এ সংবাদে থানার চার্জ অফিসার মোঃ কামাল হোসে নের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফসহ সঙ্গী য় পুলিশ ফোর্স কমলাপুর এলাকায় অভিযান পরিচা লনা করেন।
এ সময় আশিক আহম্মেদ (২৪) নামের এক যুবক কে আটক করতে সক্ষম হয়।
একই সাথে আটককৃত ওই যুবকের নিকট থেকে ১ কেজি গাজা উদ্ধার করে। আটককৃত যুবক উপজে লার ছোট কাকুড়িয়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং-১০। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানার চার্জ অফিসার মোঃ কামাল হোসেন জানান, মাদকের সাথে থানা পুলিশের কোন আপস নাই। মাদকের মূল হোতাদের গ্রেফতা রের জন্য অভিযান অব্যাহত থাকবে।
আটককৃকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় তিনি সক লের সহযোগিতা কামনা করেন।
3DhxJVu0sLI
hTEayMxZ0Ou
lDLACocK2he
XotNtVcpad6
1YchN9hAfrU
4B8W4hdfPhg
QxgIohAyEyw
PvYF8iDoOpy
0jESiZtvcGl
JeEaKeQsy6G
5Bij4mpAos8
LLbluRtwaig
tVU7niVpulZ
PMKPeMfh078
J4PDqVG6Rpd
Dc4aB5y3FoQ
Lq2PZnfHbg3
CIMGBPmDJp3
Y5GN2PJSBEU
qWvpe18B18j
9fAF3HUPkO6
igL4AsKaAG8
YuiOKOQnOSe
3arfZ43JnWB
24gNHAHa3nd
2w1Gm53kXLT
a25utkfHg8z
FltN5VJHYXf
MjHqlP2q8xE