চৌগাছা প্রতিনিধি:,আজ বুহস্পতিবার যশোর:২(চৌগাছা -ঝিকর গাছা) আসনের জামায়াতের দলীয় মনোনীত এম পি প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদ  উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম,পৌর-প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ও পৌর সভার কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক মত বিনিময় সভা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: মিজানুর রহমা ন, জামায়াতে চৌগাছা উপজেলা আমীর মাও গোলাম মোরশেদ, নায়েবে আমীর  মাও নুরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাও নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র জনাব মাষ্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি রহিদুল ইস লাম খান, সহকারী সেক্রেটারি গিয়াস উদ্দিন, বায়তুলমাল সেক্রেটারি মাষ্টার ইমদাদুল হক,শ্রমিক নেতা মো: তুহিনুর রহমান, পৌর আমীর মাও আব্দুল খালেক, পৌর সেক্রেটারি ডা: জিল্লুর রহমান সহ উপজে লা ও পৌর নেতৃবৃন্দ।
One thought on “চৌগাছায় জামায়াতের এম পি প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদের মত বিনিময় সভা”
  1. চৌগাছায় জামায়াতের এম পি প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদের মতবিনিময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *