যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছায় জুয়েলারি ব্যবসায়ী ধীরেন্দ্র নাথ কে অপহরণের পর উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার রাত ১০ টার দিকে উপজেলার সলুয়া বিশ্বাস পাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রো বাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক কৃতরা হলেন, ঝিকর গাছার বোদ খানা এলাকার আব্দুল আজিজের ছেলে আবু সাইদ আল মামুন বাবু (৪২) যশোর সদরের ইছালি এলা কার শহিদুল ইসলামের ছেলে ফিরোজ হোসে ন (৪৫)। (৬ জানুয়ারি) সোমবার রাত ৮ টার দিকে শহরের ফুড গোডাউনের সামনে থেকে অপহরণের শিকার হন ধীরেন্দ্র নাথ।
আপহরনকৃত ধীরেনের স্ত্রী পদ্মরানীদে জানায়, ‘তার স্বামী শারীরি ক ভাবে বেশ অসুস্থ্য। দোকানে বসতে পারে না। ঘটনার দিন বাড়ী তেই ছিলেন। ছেলের বাড়ীতে ফিরতে দেরী হচ্ছে দেখে তিনি সন্ধ্যা র পর দোকানে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হন।
দোকান বন্ধ করে ছেলে বাড়ী আসলে আমি তাকে বলি তোর বাব কই ? ছেলে আমাকে বলে বাবা তো দোকানে যায়নি।
তখন আমি তাকে বলি তোর বাবাকে ফোনদে। সে কল দিলে ফোন টি বন্ধ দেখায়। আমার ছেলেকে বলি তোর বাবা খুব অসুস্থ্য খুঁজে বাড়ীতে নিয়ে আয়’।
এর পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না। শহরের পরিচিত একজন জানায় ধীরেন্দ্র ফুড গোডাউনের সামনে একটি মাইক্রো গাড়িতে উঠাতে দেখেছে।
এর কিছুক্ষন পরেই তার (ধীরেনের) মোবাইল থেকে ছেলে উত্ত মের ফোনে কল আসে। ওপাশ থেকে বলা হয় তাকে জীবিত পেতে হলে ২০ লাখ টাকা রেডি কর। ১০ মিনিট পরেই আবারো কল আ সে। তারা বলে একটি ব্যাগে করে টাকাটা নিয়ে আয়। আর পুলি শেকে ভালো হবে না।
শেষমেষ তার তার ছেলে উত্তম বিষয় টি চৌগাছা থানা পুলিশকে জানায়।
পরবর্তীতে চৌগাছা থানা পুলিশ ও যশোর ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ধীরেনের ছেলে উত্তম কুমার দে বলেন, গত সোমবার আমাদের দোকানে হালখাতা ছিলো।
অনেকে হাল খাতার বিষয়টি জানে। সন্ত্রাসীরা সেই হালখাতার টাকার জন্য হয়তো বাবাকে অপহরণ করতে পারে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন উদ্ধার ও আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।আটক কারীদের কাছ থেকে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে।