নিজস্ব প্রতিবেদক,চৌগাছা:যশোরের চৌগাছায়দৈনিক মানবজ মিন পত্রিকার ২৭ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনা য়তনে এ অনুষ্ঠা নে সভাপতিত্ব করেন চৌগাছার জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার নবা গত নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়া তের আমীর জনা ব মাও গোলাম মোরশেদ, উপ জেলা বি এন পির সাবেক সভাপতি মো: জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরু জ্জামান, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদ ক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক।,
এছাড়া আরও, বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক মো: নুর ইসলাম, মাস্টার রহিদুল ইসলাম খান, মো: আব্দুর রহিম, অধ্যাপক কাম রুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিতম ,শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মো: মুসাব্বির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে,স্বাগত বক্তব্য রাখেন মো: বাবুল আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী, সাংবাদিক সহ বিভিন্ পেশার মানুষ।
এ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মো: হাফিজুর রহমান।
চৌগাছায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ তম বর্ষপূর্তি উদযাপন
C4LRWM8PzaU
fhuqrptKHTG
hyhwseY0vew
XuCH1FoOfSs
LTb1G5uaHcp
eGGHT0aGs3H