যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায়  (নারী দিয়ে পুরুষ ফাঁসানো  চক্র) হানি ট্র্যাপ ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের নারীসহ ৬ জন গ্রেফতার করা হয়েছে।
গত  মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজে লার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানান যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, চৌগাছা যাত্রাপুর গ্রামের আলমগীরের স্ত্রী রুপা লি খাতুন (৩৫), মনমথপুরের মৃত মান্নানের ছেলে হৃদয় মহিফু ল (৩৬) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসে ন, কয়ার পাড়ার শাহজাহান আলীর ছেলে নান্নু মিয়া (৩৩) ও তার স্ত্রী জা কিয়া (২৯), মহেশপুর মান্দার বাড়িয়া গ্রামের আয়ুব হোসে নের ছেলে জাহিদ হোসেন (২৯)।যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিজ্ঞপ্তিতে জানান, যশোর চৌগাছার রুস্তমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোস্তাক হোসেন চৌগাছা থানায় অভি যোগ করেন তার ভাই আব্দুর রহমানকে বিভিন্ন ধরনের প্রলো ভন দেখিয়ে মহিলাকে দিয়ে ডেকে নিয়ে একটি চক্র ‘হানি ট্রাপের’ মাধ্য মে ফাঁদে ফেলে মুক্তিপণ চাচ্ছে।
এ ঘটনায় যশোর জেলার পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদের নির্দেশে মাঠে নামে গোয়ে ন্দা পুলিশে একটি দল।গত মঙ্গলবার (২১ জানুয়ারি) চৌগাছা থানাধীন চান্দআফরা গ্রামে অভি যান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে।
পরবর্তীতে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে এই প্রতারক চক্রের সক্রিয় ৬ (ছয়) সদস্যকে গ্রেফতার করে ডিবি।
দীর্ঘ দিন ধরে যশোর শহর থেকে শুরু করে বিভিন্ন উপ জেলায় এই হানি ট্র্যাপ বা ভাল বাসার ফাঁদকে কিছু চিহ্নিত সন্ত্রাসী ব্যবসার হাতিয়ার বানিয়েছে।
তাদের সেই ফাদে পা দিয়ে শিক্ষক, বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ি, সাধা রন ব্যক্তি এমনকি পুলিশ সদস্যরাও অসন্মানিত হওয়ার পাশাপা শি আর্থিক ভাবও ক্ষতি গ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে চৌগাছা থানার নবাগত ওসি আনোয়ার হোসেনের সাথে কথা হয়। তিনি বলেন এই চক্রের সদস্যদের খুঁজে বের করা হবে। নির্মূল করা হবে। এদের কাউকে ছাড় দেয়া হবে না। অভিযান অব্যা হত থাকবে।
One thought on “চৌগাছায় নারী দিয়ে পুরুষ ফাঁসানো চক্রের নারীসহ আটক ৬”
  1. চৌগাছায় নারী দিয়ে পুরুষ ফাঁসানো চক্রের নারীসহ আটক ৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *