নিজস্ব প্রতিবেদক(যশোর) ॥ যশোরের চৌগাছায় বাংলাদেশ মানবাধি কার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সমাজের হতদরিদ্র অসহায় গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চৌগাছার প্রধান কাঁচাবাজা রের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রস্টের চৌগাছা উপজেলা শাখার সভাপতি শামীম হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কামরু ল ইসলামের সঞ্চাল নায় সভায় প্রধান অতিথির আলোচনা করেন চৌগাছা উপজেলা বিএ নপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম। প্রধান আলোচক বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক সাইফুল ইস লাম। বিশেষ আতিথির আলোচনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ট্রাস্টের কো-অর্ডিনেটর আব্দুল মো ত্তালেব প্রমুখ।
এ সময় প্রেস ক্লাব চৌগাছার আহবায়ক দৈনিক যশোর বার্তা পত্রি কার প্রকাশক ও সম্পাদক শিহাব উদ্দিন, সাবেক সভাপতি সহকা রী অধ্যাপক ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আজ গার আলী, প্রেসক্লা বের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন সা গর, ট্রা স্টের প্রচার সম্পাদক সুমন রেজা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপ স্থিত ছিলেন।
বর্তমান প্রেক্ষাপটে ঈদ সামগ্রী হাতে পেয়ে হতদরিদ্র মানুষেরা বেশ খুশি বলে তাদের সাথে কথা বলে জানা গেছে।