Skip to content

যশোর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর চৌগাছা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান, মুখ পাত্র ফহিম আল ফাত্তাহ্ ও মুখ্য সংগঠক আল মামু ন লিখন স্বাক্ষরিত এক পত্রে গত রবিবার এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির আহ্বায়ক হয়েছেন রাশিদুল ইস লাম রিতম ও সদস্য সচিব ছাব্বির আহমেদ।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক বাছিন আহ মেদ, কাউছার আহমেদ, শোভিক আহমেদ, জান্না তুল নাঈম, মাশফি রহমান অ মিয়, তাহসিন আক্তার সপ্নিল, আমির মোস্তফা ফয়সাল, যুগ্ম সদ স্য সচিব হলেন, সম্রাট হোসেন, মোস্তাফিজুর রহমান, ফারদিন আ লিফ,ফয়সা ল হাবিব, ফজলুর রহমান রাব্বি, তানজিম রহমান ফার্নি ও মেহেদি হাসান।
মুখপাত্র ইয়াসিন আরাফাত, মুখ্য সংগঠক হুরাইরা বিন লাম, সংগ ঠক আশরাফুজ্জামান আবির, নাঈম রেজা নয়ন, ওয়াহিয়া আক্তা র, ঈশিতা আক্তার, খন্দ কার সাব্বির, তসলিম মিয়া, সদস্য ওমর ফারুক, আবু বক্কর, সিফাতুল ইসলাম, রেদুয়ান রাব্বি, খালদ বিন ওয়ালিদ, আল আমিন, ছামাউল ইসলাম, ফারু ক হোসেন, বিএম সিয়াম, আরাফাত সেতু,রিফাত আহম্মেদ, আল আমিন হোসেন, সুমাইয়া সুলতানা, রাজিন সালেহ,শরিফুল ইসলাম নিরব, তারসি হিম আক্তার, মিরাজ মল্লিক, ফয়সাল আহমেদ, সাক লাইন হোসে ন, সাজিদ মাহমুদ,দীপ্ত বিশ্বাস, সাদিক জামান, তাহসিন তাজ, আলিমুল হাসান, ইয়াসিন আরাফাত, অঙ্কন হোসেন,হৃদয় রায় হান, মো. সিজা ন,মাহাবুব ইসলাম কাব্য, বাপ্পি সাহা,তানজিম সাবাব আবির, রুতাবা জামান মিম,আজিজুর রহমান,আসিফুর রহমান রাব্বি, আপন, সিয়াম হোসেন ও সায়েদ বিশ্বাস।
চৌগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন