নিজস্ব প্রতিবেদক,,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করেন উপ জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে ছিল পুস্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে পর্যায়ক্রমে ঐতিহাসিক স্থান মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে, মশিউর নগর স্মৃতিসৌ ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পমাল্য অর্পণ করেন নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী রিসায়াত ইমতি য়াজসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে চৌগাছা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়, প্রেসক্লাব চৌগাছা, রিপোর্টার্স ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র আনছার ভিডিপি, ফায়াস সার্ভিস, সরকারী কলে জসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন, এরপর দোয়া অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ৮ টায় ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বি দ্যালয় মাঠে প্যারেড গ্রাউন্ডে অংশ নেন নির্বাহী অফিসার ফারা জানা ইসলাম। দুপুরে উপজেলা চত্তরের মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।