oplus_0
নিজস্ব প্রতিবেদক,(যশোর) ॥ যশোরের চৌগাছায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনা য়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মি তা সাহার সভাপতিত্বে আলোচনা করেন থানার অফি সার ইনচার্জ পায়েল হোসেন,উপজেলা সমবয় কর্মকর্তা অহি দুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহা দৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুর নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনা রেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, বিজি বি কমান্ডার মোনায়েম খান, উপজেলা কৃষি কর্ম কর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পা দক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, ইউপি চেয়া রম্যান হবিবর রহমান হবি, সিরাজুল ইসলাম, আ তাউর রহমান লাল, নূরুল কদর, এস এম মমিনুর রহ মান, দুর্নী তি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কাম রুজ্জা মান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহ মান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো স্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কা লাম রফিকুজ্জা মান, মহিলা বিষয়ক কর্মকর্তা আন জু মান আরা মাহমুদা, উপজেলা ফরেস্ট আফিসার ফের দৌস খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী প্রমূখ।
One thought on “চৌগাছায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *