শাহিন সোহেল,চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছায় জামা য়াতের পাতিবিলা, নারায় ণপুর ও হাকিমপুর ইউনিয়নের যৌথ আয়ো জনে হাকিমপুর স্কুল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -২ (চৌগাছা- ঝিকরগাছা) আসনের এম পি প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: মিজানুর রহমা ন,বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা: ইমদা দুল হক, জামায়াতের উপজে লা আমীর মাও গোলা ম মোর শেদ, নায়েবে আমীর জনাব মাও নুরুল ইসলাম, উপ জেলা সেক্রেটারি মাও নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র জনাব মাষ্টার কামাল আহ মেদ, সহকারী সেক্রেটারি রহিদু ল ইসলাম খান, বায়তু লমাল সে ক্রেটারি মাষ্টার ইমদাদুল হক,পৌর আমীর মাও আব্দুল খালে ক।
এতে সভাপতিত্ব করেন হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ মাও আমীন উদ্দীন খান,মাও আশ রাফুল ইসলামের পরি চালনায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন সভাপতি মো: সোলাই মান হোসেন, মাও মিজানুর রহমান মো: আশরাফুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
এমপি প্রীর্থী ডাঃ মোঃ মসলে উদ্দীন ফরিদ