চৌগাছা প্রতিনিধি:চৌগাছা উপজেলা জানায়াতের পেশাজীবি ইউ নিট শাখা কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার আমীর জনাব মাও গোলাম মোরশেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজে লা সেক্রেটা রি মাও নুরুজ্জামান,উপজেলা সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, সহকারী সেক্রে টা রি জনাব মাও গিয়াস উদ্দিন, বিশেষ মেহমান ডা: শহিদুর রহমান ইমন, ডা: আহ ম্মদ মুছা, পৌর আমীর মাও আব্দুল খালেক, পৌর সেক্রেটারি ডা: জিল্লুর রহমান, সভাপতিত্ব করেন মো: মনিরুজ্জা মান।
এতে, উপস্থিত ছিলেন অধ্যাপক মো: রেজাউল করিম, বিশিষ্ট সাং বাদিক মো: আব্দুর রহিম, ডা: আব্দুর রশিদ,প্রভাষক আব্দুল আ জিজ, মো: কালি মুল্লাহ সিদ্দিক, মাও উচমান গনি, সাংবাদিক আব্দুল মান্নান প্রমূখ।
চৌগাছা জানায়াতের পেশাজীবি শাখার ইফতার মাহফিল