শাহীন সোহেল (যশোর)চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছা সীমান্তে বিজিবি’র ধাওয়ায় দেড় কোটি টাকার স্বর্ণের বার ফেলে ভারতে পালিয়েছে পাচারকারী। শুক্রবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে চৌগাছার কপোতাক্ষ নদ দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বিজিবি যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি দল কপোতাক্ষ পাড়ে অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কপোতাক্ষ পাড়ে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই পাচারকারী কোমর থেকে ১৩টি স্বর্ণের বার ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করেছে।
উদ্ধারকৃত ১৩টি বারের ওজন এক কেজি ৫১৫ গ্রাম, দাম এক কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, সীমান্তে বিজিব টহল জোরদার অবস্থায় আছে। যে কারণে এই স্বর্ণের বার উদ্ধার সম্ভব হয়েছে। চৌগাছা থানায় মামলা দায়েরের পর আটককৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।