চৌগাছা প্রতিনিধি:চৌগাছা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের উদ্যো গে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৫ উ মার্চ প্রেসক্লাবের চৌগাছার অস্থায়ী কার্যালয়ে ইফ তার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব চৌগা ছার আহবায়ক সিহাব উদ্দিন।
এতে আলোচনস করেন চৌগাছা থানার তদন্ত ওসি কামাল হোসে ন,প্রেস ক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী, ক্লাবের সদস্য সচিব মুকুল ইসলাম মিন্টু,রিপোর্টার্স ক্লাবের সম্পাদক হাসান মাহামুূদ ,চুড়ামন কাটি প্রেসক্লাবের সভাপ তি ওয়াহেদুজ্জামান মিলন ও  ক্লাবের সদস্য ফারুক আহাম্মেদ প্রমূখ।
এ সময় উপস্হিত ছিলেন সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফ জিল আইজ উজ্জল,প্রেসক্লাব চৌগাছার  সাবেক সম্পাদক শাহা নুর আলম উজ্জল,চুড়াৃনকাটি প্রেস ক্লাবের সম্পাদক মিজানুর রহমান,চৌগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  সভাপতি রাশেদুল আলম রিতম, ও সম্পাদক এবং কবি শাহিন মাহাবুবসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্যরা ।
এ অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও সাংবা দিকদের পেশা গত ভূমিকার উপর আলোকপাত করেন। এরপরে ক্লাবের মরহুম সাংবাদিকদের জন্য দোয়া করা হয়।
One thought on “প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল”
  1. প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *