রাব্বি মৃর্ধা,পৌর প্রতিনিধি,চৌগাছা:
যশোরর চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ থেকে প্রতি বছরে র ন্যায় এবারও এইচ এস সি পরীক্ষার ফলাফলে সাফল্যতা দেখিয়েছে/
১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এইচ্ এস্,সি,/বিএ,/বিএসএস,/বিএ সম্মান ও বিএম শাখার পরী ক্ষায় গড় পরীক্ষার ফলাফলে বরাবর ব্যাপক সাফল্যতা দেখিয়ে আসছে। এবারও যশোর বোর্ডের পরীক্ষার ফলা ফলের তুলনায় এগিয়ে রয়েছে।
,এবার এই কলেজ থেকে মানবিক,বিজ্ঞানসহ বিভিন্ন শাখা মিলে ১৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ১শ৫৯ জন পাশ করেছে। ৮১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
এছাড়া বিএম (কারিগরি শিক্ষা) বোর্ড থেকে ৪৪জন শিক্ষা র্থীর মধ্যে ৪১ জন পাশ করে। পাশের হার৯৪ শতাংশ।এরম ধ্যে জিপিএ ৫ পেয়েছে ১জন। সব শাখা মিলে জিপিএ ৫ পেয়েছে ৬জন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড,মোঃ মোস্তানিছুর রহমান বলেন এ বছর যশোর বোর্ডের পাশের হার অন্যান্য বোর্ডের তুলনায় এবার পিছিয়ে আছে। সেই দিক বিবেচনায় আমাদের পরী ক্ষার ফলাফল আশানুরুপ হয়েছে। তিনি সবার কাছে দোয়া ও সহোযোগীতা চেয়েছেন।