খালেদুর রহমান, ঃ যশোরের চৌগাছা উপজেলার স্থানীয় পৌরসভা শহর যানজোটের কারণে ১ ঘন্টা থমকে ছিলো।

সাধারণ জনগণের চলাচল বিঘ্ন হওয়ায় বাজারের ব্যবসা য়ীরা ছিলো কর্মবিমুখ। পুরো শহর ছিলো বাস, ট্রাক, নচিমন, করিমণ, আলমাধু, ইজিবাইক, মোটর সাইকেল সহ ইঞ্জিন চালিত যানবহনের দখলে।

উপজেলা সীমান্তবর্তী একটি উপজেলা। ভারত সীমান্তের গা
ঘেঁষে অবস্থিত উপজেলাটি।এক কলের শস্যভান্ডার বলে অতি পরিচিত এই উপজেলাটি।

এখানকার শতকরা ৭৫% লোক এখনো কৃষি কাজের উপর নির্ভরশীল।

ধান,পাট,ছোলা, মসুরী সহ নানান প্রকার রবিশস্য উৎপাদন কারী এই উপজেলা।

বিভিন্ন প্রকার তরিতরকারী উৎপাদনে দেশজুড়ে সুনাম রয়েছে এই উপজেলার।

বাংলাদেশের সর্ববৃহৎ কাঁচামালের হাট বসে চৌগাছায়। এখানে সপ্তাহে শুক্রবার, সোমবার ও বুধবার এই ৩ দিন কাচাঁমালের হাট এবং শুক্রবার ও সোমবার ২ দিন গরুর
হাট বসে। হাট বসার কারণে ৫ দিন এখনাকার বাজারটিতে প্রতিনিয়ত জানজটের সৃষ্টি হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় ৩১ মে শুক্রবার ছিলো সাপ্তাহিক
কাচাঁমালের হাট ও গরুর হাটের দিন।

দুই হাটের কারণে বিভিন্ন এলাকা থেকে আসা কাঁচামাল বো ঝাই নচিমন, করিমণ, ইজিবাইক,ভ্যান সহ বিভিন্নযানবহন এবং গরুর হাটের উদ্দেশ্যে গরু বোঝাই ট্রাক, নচি মন, করি মন, আলমাধু আসার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে বাজারের মহেশপুর ,ঝিকরগাছা, কোঁটচাঁ দপুর ও যশোর শহরে চলাচলের চতুদিকের রাস্তা বন্ধ হয়ে যায়। শুরু হয় যানজটের। যানজট সকাল সাড়ে ১০ টাথেকে সাড়ে ১১ টা পর্যন্ত স্থায়ী ছিলো। সৃষ্ট যানজটের কারণে স্থানী য় পৌরসভার শহরটি ১ ঘন্টা থমকে ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *