রাকিব হাসান,মাদারীপুর :মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ডালিয়া বেগম (৩৫)নামের এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারী মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আড়াই টার দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ডালিয়া ও হাসপাতাল থেকে জানা যায়, বসতবাড়ির পাশে ফসলের জমি নিয়ে দেলোয়ার মোড়ল ও আবদুল ওহাব মোড়লের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার সকাল দুপুরের দিকে বিরোধপূর্ণ জমিতে দেলোয়ার মোড়ল কাজ করতে গেলে এতে ওহাব মোড়লের মেয়ে ডালিয়া বেগম বাধা দেয়।
এ সময় কথার কাটাকাটির একপর্যায়ে দেলোয়ার মোড়ল ও তার স্ত্রী, ডালিয়ার গাযে প্রথমে লথি, কিল-ঘুষি দেয়। পরে দেলোয়ার মোড়ল তার স্ত্রী ও দুই মেয়ে ও তার ছোট ভাই মনির মোড়ল এসে মাথায় ছুরি ও দা দিয়ে মাথায় আগাত করে।
এ সময় ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আসলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
অভিযুক্ত দেলোয়ার মোড়ল বলেন,আমরা তাকে মারি নাই বরং ওহাব মোড়ল ও মেয়েরা আমাদেরকে মারছে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।