সাতক্ষীরা প্রতিনিধি।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -২ আ সনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালে ক এর সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্রহ্মৃরা জপুর ইউপির গোয়ালপোতা গ্রামের হিন্দু সম্প্রদায়ের
শতাধিক লোকজন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার আগড় দাড়ী ইউনিয়নে জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক এর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়
সনাতন ধর্মাবলম্বী লোকজন এই অঙ্গীকার ব্যক্ত করেন।
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯ নং ওয়া র্ডের গোয়ালপোতা গ্রামের হিন্দু নেতৃবৃন্দদের সঙ্গে মতবি নিময়কালে উপস্থিত ছিলেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামা য়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুলওয়ারেছ,
আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসে ন মিলন, জি জি কে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নজিবুল্লাহ, গোয়ালপোতা ৯ নং ওয়ার্ড ইউ পি সদস্য সুভাষ চন্দ্র মন্ডল, সমাজসেবক সুনীল গাইন, পূর্ণচন্দ্র বাঁশে, কার্তিক গাইন, ভবসিন্ধু সরকার, দিলীপ সরকার, দীনবন্ধু সরকার, সৌম্য সরকার, তন্ময় বাঁশে, তাপস সরকার, বরুণ সরকারসহ শতাধিক হিন্দুনেতৃ বৃন্দ।
এর আগে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জা মায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়া রেছ এর নিজস্ব বাসভবনে একত্রিত হন।গোয়ালপোতা গ্রামের হিন্দু নেতৃবৃন্দ। পরে মোটর সাইকেল শোভাযাত্রা
সহকারে তারা সাতক্ষীরা -২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর বাড়িতে উপস্থিত হন ।
এ সময় হিন্দু নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছর উন্নয়ন অবহেলিত গোয়ালপোতা গ্রামের উন্নয়নক ল্পে রাস্তা সংস্কার ও বর্ধিতকরণ, মন্দির ও মসজিদ সংস্কা র, ব্রিজ, কালভার্ট, প্রাইমারি ও হাই স্কুল সংস্কার, জলব দ্ধতা নিরসন, চাঁদাবাজি ও দখলদারিত্বদের বিরুদ্ধে ব্যব স্থা গ্রহণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
একই সাথে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত সাত ক্ষীরা -২ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর সঙ্গে একত্বতা ঘোষণা করে কাজ করার অঙ্গীকার করেন।
মুহাদ্দিস আব্দুল খালেক মনোযোগ সহকারে হিন্দু নেতৃবৃ ন্দের বক্তব্য শুনেন এবং সুযোগ পেলে তাদের সব দাবি দাওয়া পূরণের আশ্বাস প্রদান করেন।
Bartabd24.com সব খবর সবার আগে