মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নাগরিকের জাতীয় পরিচয়পত্র পরিসেবা নির্বাচন কমিশন থেকে অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের ব্যানারে জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীতে জেলা নির্বাচন অফিসার আ ব্দুল মোত্তালিব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার গোলাম মো স্তফা, সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মাদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচা রিগণ অংশ নেয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৭-২০০৮ সালে নাগরিকের ছবিসহ ভোটার তালিকা ও ডাটাবেজ তৈরি এবং পরবর্তীতে ওই ডাটাবে জের ভিত্তিতেই জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়।
নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং আই ডি ই এ টু প্রকল্পের আও তায় প্রায় তিন হাজার জনবল এর সাথে সরাসরি যুক্ত। অথচ হঠাৎকরেই এনআইডি পরিষেবা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে।
এতে ভোটার তালিকা বিশুদ্ধতা হুমকির মুখে পরবে ও গণতন্ত্র বা ধাগ্রস্ত হবে। তাই নাগরিককে ভোগান্তির হাত থেকে রক্ষায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে দাবি করেন বক্তারা।