Oplus_0
পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার দেলুটির জিরবুনিয়া সম্মিলনী বিদ্যানি কেতন মাধ্যমি ক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মানসুরুল আলম এর বহিষ্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে বিদ্যালয় সংলগ্ন সড়কে এলাকাবা সী এ মানবব ন্ধন কর্মসূচির আয়োজন করে। স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি তে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপি নেতা সৌরেন্দ্র নাথ মন্ডল, জেলা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রা জ্জাক গাজী, মতিউর রহমান, আমিরুল ইসলাম, মিল্টন সর দার, সেলিম হাওলা দার, প্রদীপ সরকার, নূর মোহাম্মদ সানা , বাবুল মোড়ল, আরিফ হাওলাদার, নাঈম মোড়ল , সাবুর আলী, সরো য়ার হাওলাদার সহ বিদ্যালয়ের অভি ভাবক ও এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন অভিভাবক এবং এলাকাবাসী কে উপেক্ষা করে মানসুরুল আল ম এর মতো একজন বিতর্কিত ব্যক্তি কে বিদ্যানিকে তন এর এডহক কমিটির সভাপতি করা হয়েছে।
বক্তারা অবিলম্বে মানসুরুল আলমকে বহিষ্কার পূর্বক নতুন এডহক কমিটি গঠনের দাবী জানান।
অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির মাধ্যমে বহি ষ্কার করতে বাধ্য করা হবে বলে হুশিয়ারী দেন। উল্লেখ্য গত ১৮ মার্চ মানসুরুল আলমকে সভাপতি, অসীম কুমার বাছাড় কে শিক্ষক প্রতিনিধি, সঞ্চয় মন্ডলকে অভিভাবক প্রতিনিধি ও প্রধান শিক্ষক অরবিন্দ মুখোপাধ্যায় কে সদস্য সচিব করে ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয় শিক্ষা বোর্ড যশোর।
এদিকে মানসুরুল আলম কমিটির সভাপতি করায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *