চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সোমবার (২০ মার্চ) রাতে ৫শ’ আশি গ্রাম স্বর্ণসহ চোরা কারবারী জিয়া ও কামাল হোসেন নামে দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার্জ ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে উপ-পরিদর্শক নাহিরুল ইসলাম গোপর সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জীবননগর উপজেলার চেংখালী-মাঝদিয়া সড়কের ইসলামপুর এলাকার সুরুজ সরকারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।
এ সময় পুলিশ সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জিয়া (৪০) ও মৃত সোহরাব মন্ডলের ছেলে কামাল হোসেনকে (৪০) আটক করে।
পরে জিয়ার দেহ তল্লাশী করে ৫শ’ আশি গ্রাম ওজনের স্বর্ণের দু’টি টুকরা উদ্ধার করে। পুলিশ চোরাকারবারী জিয়া ও কামালকে গ্রেফতার করে থানায় নেয়।