জীবননগর প্রতিনিধি :জীবননগরে এবার পাট মৌসুমে ২হাজার ৩শত কৃষকের
মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করবে উপজেলা
পাট অধিদপ্তর।
জীবননগর উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে সোমবার (২০মার্চ) সকাল ১১টায় জীবননগর উপজেলাmচত্বরে ১০ জন পাট চাষীর মাঝে বীজ বিতরণ করে.কর্মসুচির শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেলাnনির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা উপ-
সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম,.জীবননগর উপজেলা কৃষক জোটের যুগ্ন সাধারণ সম্পাদক চাষী রমজান, উপকার ভুগি পাট চাষী ও সাংবাদিকবৃন্দ।