জীবননগর প্রতিনিধি:
জীবননগরে গলায় ফাস দিয়ে তরুনি আত্বহত্যা করেছে ।গতকাল রবিবার সকালে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তরুনি দিপা খাতুন (৩০) পেয়ারাতলা গ্রামের অবসার প্রাপ্ত সেনা সদস্য মোঃ মুজিবুর রহমানের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা গেছে,দিপা গত কয়েক দিন যাবৎ পরিবারের লোকজনের সাথে তেমন একটা মেলামেশা করে না সে নিজের মত তার রুমে থাকে আজ সকালে তার মা ঘুম থেকে ডাকলে তার কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় সে তার ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেচিয়ে আত্বহত্যা করে এ সময় তার পরিবারের লোকজন চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে লাশটি উদ্ধার করে জীবননগর থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনা স্থানে ছুটে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরন করেন।জীবননগর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিক ভাবে মেয়েটির গলায় ফাস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে এ জন্য লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।##