জীবননগর প্রতিনিধি
জীবননগরে বেদে সম্প্রদায়ের ৫০ টি পরিবারের মাঝে বিনামূল্যে ঈদ উপহার বিতরণ করলো দোস্ত এইট বাংলাদেশ সোসাইটি ।
গতকাল বিকালে উপজেলার পিচমোড় হেলিপ্যাডে এলাকার অস্থায়ী বেদে পল্লীতে এই ঈদ উপহার বিতরণ করা হয় ।
ঈদে প্রয়োজনীয় সেমাই, চিনি, দুদ,সাবান, শ্যাম্পু সহ কয়েক প্রকারের দ্রব্যাদি দেয়া হয় । এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র অসহায় মানুষের মাঝে প্রতিদিনই বিতরণ করা হচ্ছে বিনামূল্যে ঈদ বাজার এবং অবহেলিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিত, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, শিকড় সমাজকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য চাষী রমজান, দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির জীবননগর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার হোসাইন মোহাম্মদ প্রমখ।