জীবননগর প্রতিনিধি;
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ১০টাকার ঈদ বাজারের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাসেম্বলীর উদ্যোগে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় জীবননগর উপজেলা পরিষদের সামনে এ ঈদ বাজারের উদ্বোধন করা হয়।
ইয়ুথ এ্যাসেম্বলীর জীবননগর উপজেলা শাখার সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,জীবননগর উপজেলার সহকারী কমিশনার ভ’মি তিথি মিত্র,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু,ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ইয়ুথ এ্যাসেম্বলীর সদস্য আশরাফুজ্জামান লিটন,রইচ উদ্দিন তুহিনুজ্জামান,লাবনী,মিম,সোহাগ প্রমুখ।উল্লেখ্য ১০টাকার ঈদ বাজার থেকে একজন ব্যাক্তি ১ কেজি চাউল,১ কেজি আলু,৫০০গ্রাম সেমাই ও ৫০০গ্রাম চিনি ক্রয় করতে পারবে।প্রথম দিনে উপজেলার শতাধীক মানুষের কাছে বিক্রয় করা হয় ।