চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরের এক বিল থেকে অজ্ঞাতনামা এক টি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেদেনীপুর ঘাড়কাটি বিলের কচুরিপানার ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয়ারা জানান, মেদেনীপুর গ্রামের এক ব্যক্তি শনিবার দুপুরে মাছ ধরতে ঘাড়কাটি বিলে জাল পাততে যান। এসময় বিলের কচুরিপানার ভেতরে একজনের কঙ্কাল দেখতে পান। এসময় তিনি বিষয়টি মাঠে কর্মরত কৃষকদের জানান। পরে খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা ও জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ওই কঙ্কাল উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শনিবার দুপুরে মেদেনীপুরের ঘাড়কাটি বিলের মাঠে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
তার পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নয়। সুরতহাল প্রতি বেদন তৈরির কাজ চলছে।
সিআইডি ও পিবিআই পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কঙ্কালের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে।