জীবননগর প্রতিনিধি
গতকাল বাদ আসর জীবননগর প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে ।
ইফতার মাহফিলের জীবননগর প্রেসক্লাবের সভাপতি জনাব এমআর বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবর উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর এডভোকেট রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা মহিউদ্দীন, মাসুম বিল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, জিয়াউল হক। জামায়াত নেতা ইসমাইল হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, মাওলানা ফিরোজ। হোসেন, ইবরাহিম খলিল ও শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারী সাখাওয়াত হোসেন।