জীবননগর প্রতিনিধি:
জীবননগর প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
১৪ এপ্রিল ( শুক্রবার) বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সিনিয়র সদস্য নারায়ণ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি মুন্সি মাহবুবুর রহমান বাবুকে সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি কাজী সামসুর রহমান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
১৯৭৪ সালে গঠিত জীবননগর প্রেসক্লাবের নতুন কমিটির অন্যান্য সংগঠকরা হলেন সহ সভাপতি নারায়ন চন্দ্র ভৌমিক, সহ সাধারন সম্পাদক মুন্সী রায়হান, অর্থ বিষয়ক সম্পাদক মামুন উর রহমান, দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদ শেখ শহিদ, প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য সালাউদ্দিন কাজল, মোহাম্মদ আকিবুল ইসলাম, ফয়সাল খবির। ##