জীবননগর প্রতিনিধি
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদে ১শত ৩৬ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে ।
বাঁকা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বুধবার (২৯ মার্চ) সকাল ১০টায় ১০৩ জন কৃষকের মাঝে ১ বাস্তা করে জৈব সার ৩৩ জন কৃষকের মাঝে ১টা করে স্প্রে মেশিন দেয়া হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামান এবিতরণ কার্যকৃম শুরু করেণ।
এসময় জীবননগর উপজেলার ৩ নাম্বার বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, পরিষদ সচিব মোঃ শাহজাহান আলী, সকল ইউপি সদস্য, উপকারভোগী প্রান্তিক কৃষক বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।##
চাষী রমজান