চাষী রমজান,জীবননগর প্রতিনিধি:
জীবননগর উপজেলার চার নম্বর সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল পাঁচটার সময় সীমান্ত ইউনিয়ন লোকমোচার আয়োজনে পিচ মোড়ে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
সীমান্ত ইউনিয়ন লোকমোচার সভাপতি আঃ গনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আব্দুল লতিফ আমল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মালেক মোল্লা, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাবুল ইসলাম মিলটন, সীমান্ত ইউপি সচিব শাহিন,সীমান্ত ইউনিয়ন লোকমোচার সাধারন সম্পাদক আঃ আজিজ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোচার সমন্বয়কারী আব্দুল আলিম সজল।##