Breaking News

ঝিকরগাছায় এএমআর স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচিতে সিভিল সার্জন ডা. মাসুদ রানা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর, যশোরের আ য়োজনে ঝিকরগাছা সরকরি এমএল মডেল হাই স্কুলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার সময় ঝিকরগাছা সরকরি এমএল মডেল হাই স্কুলের শ্রেণি কক্ষে সচেতনতা ও বই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরর সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
ঝিকরগাছা সরকরি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ’র সভাপতি ত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, যশোরের ঔষধ প্রশাসন অধিদ প্তরের সহকরী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল, উচ্চমান সহকারী মো. দেলোয়ার হো সেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সা জ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুল তানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বি শ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ আরো অনে কে।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *