আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে ১৩৭তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১লা মে) সকাল ১১টায় হল রোডস্থ জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ের জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর সরদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুর হাসান বরি’র সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সেরের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা- ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) ডা: অধ্যাপক মোঃ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের যশোর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) জাবেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সেলিম রেজা, শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ঝিকরগাছা ইউনিয়ন শ্রমিক লীগের
আহ্বায়ক রবিউল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক হাসান আলী, গদখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক তসলিম উদ্দিন,জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আজহার আলী, আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব শিপলু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক শাওন রেজা খোকা, উপজেলা কমিটির সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক শামীম রেজা, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, সদস্য শাহিদুল ইসলাম, মনোরঞ্জন, রবিউল ইসলাম, আব্দার আলী, মিন্টু সরদার, সচিন, সাগর, আব্দুল সরদার, পৌর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কুরবান
আলী, এলাহী বক্স, শংকরপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক হাফিজুর রহমান, নাভারন ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী,নির্বাসখোলা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুর রব সহ আরো অনেকে।