আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৩—২৪ অর্থ বছরের বিশেষ বরাদ্দের অনু কূলে যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর ঋষি পাড়া য় ১৬টি হতদরিদ্রের মাঝে স্বাস্থ্য সম্মত সেমিপাকা ল্যা ট্রিন স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও ঝিকর গাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) এর বাস্তবা য়নে রবিবার (০২জুন) সকাল ১১টায় পৌর সদরের কৃর্তি পুরের জেডিও সংগঠনের প্রধান কার্যালয়ের অয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী সমাজ সেবা অফিসার সিরাজুল ইসলাম সিরাজ, ঝিকরগাছা রিপো র্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, জে ডিও সংগঠনের সহ সভাপতি কায়কুজ্জামান বাবলু, সম ন্বয় কারী শ্যামল কুমার দাস সহ আরো অনেকে।